মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

নান্দাইলের এমপি তুহিনের উঠান বৈঠক 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইলের এমপি তুহিনের উঠান বৈঠক 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিতকরণসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসিয়ে নান্দাইল তথা সারা বাংলাদেশে উন্নয়নের অগ্রযাত্রাকে আরো বেগমান করতে চান। 

সে লক্ষ্যে নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে গণসংযোগ এবং তৃণমূলে নারীদের সাথে উঠান বৈঠক করেছেন ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের দুই বারের এমপি মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। 

উঠান বৈঠক শেষে উন্নয়নের বার্তা নিয়ে তিনি বিভিন্ন পাড়া ও মহল্লা ঘুরে বেড়াচ্ছেন। এপর্যন্ত তিনি ৮০টিরও বেশি উঠান বৈঠক করেছেন। উঠান বৈঠকে নান্দাইল উপজেলা চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, পৌরমেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েলসহ ইউনিয়ন জনপ্রতিনিধিরাসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকার বিজয় সুনিশ্চিতকরণে কাজ করে যাচ্ছেন বলে এমপি তুহিন জানান। 

টিএইচ